দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ–কবিতাশিরোনাম–“”নিজে হেরেছি”””কলমে–জয়া গোস্বামী25/08/2021নিজেকে আজ ভেঙেচুরে তৈরি করে নিয়েছিশুধু মন পাবার জন্য নিজেকে সং সাজিয়েছি !!ভালোবাসা অন্তর্লীন সেটা আগেই বুঝেগিয়েছিপথ চলতে বার বার নিজেকে কেবল ঠকিয়েছি !!মানুষকে আজও আপন ভেবেই নিজে হরেছিতবু আজ ও মিছে স্বপ্ন শুধুই আবেগে দেখেছি!!ভাঙাগড়ার খেলায় কেবল নিত্য হেরেছিতাই দেখতে দেখতে চোখের জল মুছেছি!!এই খেলায় আবার কখন ও সুখ খুঁজে পেয়েছিসেই সুখে আবার নতুন করে বাঁচার রশদ নিয়েছি !!এমন করে আসবে জীবন ভেবে যত্নে তুলে রেখেছিআঁধরে বসে স্বপ্ন গুলো এক এক করে এঁকেছি !!মিথ্যা খেলা আঁধারে বসে কেবল খেলেই চলেছিসাঙ্গ করবো এবার শেষ কিনারায় এসে পৌচ্ছেছি !!ভালোবাসা এবার তোমার কাছে নত হয়েছিএবার ছন্দ পতন করবো নিজে আবার উঠেছি !!ম্লান শিখায় শুধুই নিজেকে দগ্ধে মেরেছিঘুনপোকা তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি !!ইতি কেবল টানি আজ ও মনের কাছে_ কে যেন ডাকে উদাস চিত্রে মন তাতেই হারিয়েছি কবির কবিতার মাঝে যেন মন মাতিয়ে রেখেছি