Posted on 25th Aug 202125th Aug 2021 by শকুন্তলা পত্রিকাবিভাগ —গদ্য কবিতা,শিরোনাম —”মৃত্যু শীতল বুড়ি”কলমে —সুমা আইচ হাজরা ।এক সকালে তোমাকে দেখলাম মৃত্যু শীতল বুড়িঅবগুন্ঠনে কালো আবরণে মুখ লুকিয়ে দাঁড়িয়ে,আর অপেক্ষায় প্রহর গুনছো কখন নেবে ছিনিয়েপ্রাণাধিক প্রিয় মানুষটাকে ইহলোকের মায়া ছাড়িয়ে।তোমার অদৃশ্য উপস্থিতির ভয়ংকর অজানা শিহরণেমুহূর্তেই মিলিয়ে যায় জীবন মরণের রসায়ন,জাগতিক সুখ দুঃখ লেনাদেনা শূণ্য আজিকেভবলীলার মিথ্যা মোহের দুঃসহ মূল্যায়নে।চির শাশ্বত মৃত্যুই যদি শেষ কথা হবেতবে কেন এই সংসার মায়ার বাঁধন বৃথা ছলনা,আঁকড়ে ধরার আপ্রাণ প্রয়াসে অহংবোধের ভাবনাশত্রু মিত্র সবই বিলীন চিতার শয়নে ভবমায়া ফেলনা ।সুরূপ কুরূপ অর্থ অনর্থ মিথ্যা ফাঁকির বোঝামান অভিমান একার জগৎ আসলে ক্ষণিক মজা,মৃত্যুই খেলে শেষ তিন পাত্তি শরীরের সাথে ছলাকলাজীবন তুমি রংবাহারি মিথ্যা ফানুস সাজা।আড়ি ভাবের নিত্য খেলায় আমরা হারাই প্রিয়জনমৃত্যু আসে ছলনাময়ীর বেশে নিশ্চুপ এক লহমায়,মৃত্যু যদি শেষ কথা হবে তবে প্রেম দিলে কেন??মিছে লীলায় মত্ত মোরা যবনিকা ভয়াল গরিমায়। জ্ঞান জ্যোতি সাহিত্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Like Loading... Related