বিভাগ —গদ্য কবিতা,
শিরোনাম —”এক প্রেমিকের কল্পনা”
কলমে —সুমা আইচ হাজরা,
অশালীন প্রেম নাকি মাতলামি,
যমুনা, অববাহিকা, মোহনা…..
নাকি আর কিছু ??
হতে পারে তোমার অভিমানী বুক এর বিন্দু বিসর্গ মানে না।
কিন্তু আমি যে তোমাতেই উদ্ভ্রান্ত,
সেই আদিম কাল থেকেই ,
নিয়ে যাও আমাকে তোমার হৃদয়ের খোলা আকাশের নীচে—
মেঘের ভেলায় ভেসে ভেসে এক চরম সর্বনাশে,
যেখানে হাতে হাত রেখে,
তোমার কপালে পড়িয়ে দেব —
চাঁদনীর কলঙ্ক হীন টিকা,
কিংবা বিষুব রেখা ধরে…..
হাঁটতে হাঁটতে
পৃথিবী পেরিয়ে যাবো।
উৎসুক তারাদের ফাঁকি দিয়ে,
তোমার সাথে মধুচন্দ্রিমায় যাবো সুদূর নীহারিকায়।
কখনও বা ষোড়শী রাত কে নিস্তব্ধ করে,
কল্পবিলাসে আমরা পাহাড়ি অববাহিকা ধরে এগিয়ে যাবো…..
সমতলের সন্ধানে।
কখনো বা আমার ভালোবাসা দিয়ে তোমাকে শান্ত করে দেব নারী।
তোমার শরীরি বিভঙ্গের খাঁজে খাঁজে এঁকে দেব ছাতিমের সুগন্ধি গোধূলি বিলাস।
সাতরঙা রামধনুর এই প্রেমালু মোহনায়
অবগাহনের আশ্বাস যদি দাও —
তবে থৈ থৈ অতল ঘোলাটে জলে,
আমি আমার প্রেমের নিবেদনে তোমাকে সার্থক করে তুলবো।

