বিভাগ —গদ্য কবিতা,
শিরোনাম —”মৃত্যু শীতল বুড়ি”
কলমে —সুমা আইচ হাজরা ।
এক সকালে তোমাকে দেখলাম মৃত্যু শীতল বুড়ি
অবগুন্ঠনে কালো আবরণে মুখ লুকিয়ে দাঁড়িয়ে,
আর অপেক্ষায় প্রহর গুনছো কখন নেবে ছিনিয়ে
প্রাণাধিক প্রিয় মানুষটাকে ইহলোকের মায়া ছাড়িয়ে।
তোমার অদৃশ্য উপস্থিতির ভয়ংকর অজানা শিহরণে
মুহূর্তেই মিলিয়ে যায় জীবন মরণের রসায়ন,
জাগতিক সুখ দুঃখ লেনাদেনা শূণ্য আজিকে
ভবলীলার মিথ্যা মোহের দুঃসহ মূল্যায়নে।
চির শাশ্বত মৃত্যুই যদি শেষ কথা হবে
তবে কেন এই সংসার মায়ার বাঁধন বৃথা ছলনা,
আঁকড়ে ধরার আপ্রাণ প্রয়াসে অহংবোধের ভাবনা
শত্রু মিত্র সবই বিলীন চিতার শয়নে ভবমায়া ফেলনা ।
সুরূপ কুরূপ অর্থ অনর্থ মিথ্যা ফাঁকির বোঝা
মান অভিমান একার জগৎ আসলে ক্ষণিক মজা,
মৃত্যুই খেলে শেষ তিন পাত্তি শরীরের সাথে ছলাকলা
জীবন তুমি রংবাহারি মিথ্যা ফানুস সাজা।
আড়ি ভাবের নিত্য খেলায় আমরা হারাই প্রিয়জন
মৃত্যু আসে ছলনাময়ীর বেশে নিশ্চুপ এক লহমায়,
মৃত্যু যদি শেষ কথা হবে তবে প্রেম দিলে কেন??
মিছে লীলায় মত্ত মোরা যবনিকা ভয়াল গরিমায়।

Nice
LikeLike