দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ–কবিতাশিরোনাম–“”যদি চলে যাই হঠাৎ”””কলমে–জয়া গোস্বামী২১/০৮/২০২১যদি চলে যাই হঠাৎ করে রাঙা প্রভাতেআমার কণ্ঠের স্বর না পাও আর শুনতে__পৃথিবীর মায়া ত্যাগ করে যাদি যাই চলেশেষ উপহার সেদিন তোমাকে দেবো বলে!ভোরের বকুলের তলায় এসে খুঁজবে ভুলেসেদিনে ভিজবে শুধুই চোখের জলে!যদি থেমে যায় সেদিন আমার ভালোবাসাসেদিন করবে না জানি আমার আশা__অভিমানে দেখবে হাসছি শেষ লগ্নের হাসিসেদিন দূর হতে বাজাবে অন্তরযামি বাঁশিপৃথিবীর দৃশ্য দেখবো না আর অবাক হয়েহিমেল কুয়াশার চাঁদর গায়ে জড়িয়ে নিয়ে__থাকবো না আর ভালোবাসার অপেক্ষায়আঁকবো সেদিন গভীর ক্ষত যন্ত্রনায় !পাইনি এতটুকু ভালোবাসা পেলাম অবহেলাঅস্তমিত সূর্যের সাথে চলে যাবো গোধূলিবেলা__সেদিনে আকাশে তারার সাথে ভাব করবোএলোমেলো কথা সেদিন ওদের সাথে কইবো!স্মৃতির বিজন ঘরে থাকবো চোখের জলেশেষ মুহুর্তে নাইবা সেদিনে তুমি আর এলে__