প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, ভালোবাসবে৷ মাঝরাতে অনলাইনে দেখলে রাগী স্বরে বলবে “তুমি কি ঘুমোবে না আমি আইডি ডিয়েক্টিভ করে ফেলবো! পরে কিন্তু সারাদিন চেল্লালেও আইডি একটিভ করবো না! ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সাবধানী স্বরে বলবে ” এ্যাইইইই, সাবধানে রাস্তা পার হও!
এমন একটা মানুষের ভীষণ দরকার যে কিনা হ্যালো শুনলেই বুঝে ফেলবে মন খারাপ, জিজ্ঞেস করবে কি হয়েছে বলো? কি কারণে মন খারাপ বলো৷ আমি মন ভালো করে দিবো!’
হুটহাট ছবি পাঠিয়ে বলবে “এ্যাইই দেখো তো আমাকে কেমন লাগছে! সুন্দর লাগছে না?’ মাঝে মধ্যে অভিমান করে বলবে ” আমি রাগ করেছি! রাগ ভাঙ্গাও।
এমন একটা মানুষের সত্যিই ভীষণ দরকার যে কিনা প্রচন্ড মন খারাপের সময় পাশে বসে ভরসা দিয়ে বলবে “চিন্তা করো না আমি আছি! সবসময় থাকবো!’
রাস্তায় হাত ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দেবে অনেকক্ষণ। তারপর হুট করে বাদাম দেখে চিৎকার করে আবদার করে বলবে এইইই, বাদাম খাবো৷ তাড়াতাড়ি বাদাম নাও৷ হুট করে একটা চা দোকান দেখে বলবে শোনো না, অনেকদিন চা খাই নি৷ পাঁচ টাকা দামের একটা চা নাও তো৷ একই কাপে দু’জন বিস্কুট ভিজিয়ে খাবো!
এমন একটা মানুষের ভীষণ প্রয়োজন যাকে কিনা বিনা সংকোচে নির্দ্বিধায় অনেক কিছু বলা যাবে৷ নিজের মন খারাপ, মন ভালোর কথা সারাদিন বকবক করে বললেও সামান্য বিরক্ত হবে না।
এমন একটা মানুষের দরকার যাকে কিনা ভীষণ মন খারাপের সময় বলা যাবে-
“এই শোনো! আমার মন খারাপ। তাড়াতাড়ি মন ভালো করে দাও৷ প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষের দরকার৷ ভীষণ দরকার!
সংগৃহিত
